২১শে ডিসেম্বর, ২০২৫ ইং | ৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ১০:৪৯

ত্রাণ নিয়ে সরকার চালবাজি করছে: ফখরুল

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তিনি বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধ নিবেদন শেষে এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, বর্তমান প্রধান নির্বাচন কমিশনার নিরপেক্ষ নন। তার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই আমরা আবারো নির্বাচনকালীন সহায়ক সরকারের দাবি জানাচ্ছি। তিনি বলেন, দুর্যোগ মোকাবেলায় সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। বন্যাদুর্গত মানুষকে ত্রাণ সহায়তা না দিয়ে সরকারের মন্ত্রীরা শুধু মুখের জোরে জনগণকে বিভ্রান্ত করছে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :আগস্ট ১৯, ২০১৭ ১:২৪ অপরাহ্ণ