১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:২০

দলীয় কর্মীকে জখম করায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

টাঙ্গাইল প্রতিনিধি:  

টাঙ্গাইলে নিজ দলীয় কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগে জেলা ছাত্রলীগের যুগ্ম- আহ্বায়ক তানভীরুল ইসলাম হিমেলকে (২৫) পুলিশ গ্রেপ্তার করেছে। তাকে শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয়। টাঙ্গাইল সদর মডেল থানার ওসি নাজমুল হক ভুইয়া বলেন, শহরের থানাপাড়া এলাকায় একজন ছাত্রলীগ কর্মীকে কোপানোর মামলায় হিমেলকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে এই গ্রেপ্তারের প্রতিবাদে টাঙ্গাইল সদর থানার সামনে ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ করেছে। ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমান বলেন, রাতে টাঙ্গাইল সদর থানায় একটি কাজে গেলে পুলিশ হিমেলকে গ্রেপ্তার করে। প্রতিবাদে রাত ১০টায় ছাত্রলীগের নেতাকর্মীরা থানার সামনে অবরোধ করে। পরে লাঠিচার্জ করে পুলিশ তাদের সরিয়ে দেয়।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :আগস্ট ১৯, ২০১৭ ১:০০ অপরাহ্ণ