১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৩:০৫

নতুন মৌসুমে বায়ার্নের জয় দিয়ে শুরু

স্পোর্টস ডেস্ক:

জার্মান লিগের গত মৌসুমের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ প্রত্যাশিত জয় দিয়েই নতুন মৌসুম শুরু করলো। তারা ঘরের মাঠে লেভারকুসেনকে ৩-১ গোলে হারিয়েছে । নিজেদের মাঠ অ্যালিয়েঞ্জ অ্যারেনায় ম্যাচ শুরুর ৯ মিনিটেই স্বাগতিকদের গোল করে এগিয়ে দেন নিকোলাস সুলে। ম্যাচের ১৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন করেন্টিন তলিসো। দ্বিতীয়ার্ধের শুরুতেই রবার্ট লেভানডফস্কি ৫২ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন। আর ম্যাচের ৬৫ মিনিটে লেভারকুসেনের হয়ে আদমির মেহমেদি একটি গোল শোধ করেন। বাকি সময় আর গোল না হলে বায়ার্ন জয়ের আনন্দে মাঠ ছাড়ে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :আগস্ট ১৯, ২০১৭ ১২:৫৩ অপরাহ্ণ