২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:৩৪

পাচার দুই তরুণী ফিরেছেন

যশোর প্রতিনিধি:
ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ ভারতে পাচার হওয়া বাংলাদেশি দুই তরুণীকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে । বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ও ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটে তারা দেশে ফেরার সুযোগ পান। দুই তরুণী হলেন- খুলনার লক্ষী খাতুন (১৮) ও তানিয়া খাতুন (১৯)। প্রায় দুই বছর পর তারা দেশে আসতে পারলেন। বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর শরীফ জানান, তরুণীরা দালালের খপ্পরে পড়ে অবৈধভাবে সীমান্ত পথে ভারতে পাচার হন। এরপর ভারতীয় পুলিশ তাদের আটক করে। ভারতীয় একটি এনজিও তাদের ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে। পরে দুই দেশের সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটে তরুণীদের বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়। তিনি আরও জানান, লক্ষী ও তানিয়াকে পরিবারের কাছ পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয় মানবাধিকার সংস্থার যশোর প্রতিনিধি শারমিন নাহার দায়িত্ব নিয়েছেন।  শারমিন নাহার জানান, এক সপ্তাহের মধ্যে তরুণীদের তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :আগস্ট ১৭, ২০১৭ ৬:১৪ অপরাহ্ণ