১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৭

বন্যার কারণে ডিগ্রি পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক:

বন্যাজনিত কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শুধুমাত্র ২০১৫ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্সের আগামী ১৯, ২০ এবং ২১ আগস্ট অনুষ্ঠিতব্য পরীক্ষা সমূহ স্থগিত করা হয়েছে। এনিয়ে বন্যার কারণে তৃতীয় দফা পরীক্ষা স্থগিত করা হলো।  জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম জানান, ২০১৫ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্সের স্থগিতকৃত পরীক্ষাসমূহের সময়সূচি পরবর্তিতে ঘোষণা দেওয়া হবে। একই কারণে গত ১৩ আগস্টের এবং ১৬ ও ১৭ আগস্টের পরীক্ষাও স্থগিত করা হয়েছে। তবে অন্যান্য পরীক্ষার তারিখ ও সময়সূচি অপরিবর্তিত রয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :আগস্ট ১৭, ২০১৭ ৬:২৬ অপরাহ্ণ