১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০৭

হিন্দুস্তান’ শব্দ ব্যবহার করায় মোদির বিরুদ্ধে মামলা

আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের মহারাষ্ট্র রাজ্যের এক আইনজীবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে জনস্বার্থে মামলা দায়ের করেছেন। গত ১৫ আগস্ট ভারতের ৭১তম স্বাধীনতা দিবসে ভারতের প্রধানমন্ত্রীর দেওয়া ভাষণে সংবিধান বিরোধী শব্দ থাকার অভিযোগ এনে মামলাটি করা হয়েছে। ভারতীয় কিছু সংবাদমাধ্যম থেকে জানা যায়, মহারাষ্ট্রের বাসিন্দা রামা বিট্টলরাও কালে নামের এক আইনজীবী মোদির বিরুদ্ধে মামলাটি করেন। মামলার আবেদনে তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী তাঁর ভাষণে ‘হিন্দুস্তান’ শব্দটি ব্যবহার করেছিলেন, যেটা ভারতের সংবিধানবিরোধী কাজ। রামা বিট্টলরাও কালে দাবি করেন, ভারতীয় সংবিধানের ১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, ভারতকে ভারত বা ইন্ডিয়া বলা যায়। সংবিধানের কোথাও ‘হিন্দুস্তান’ শব্দটি নেই। তাই ভাষণে হিন্দুস্তান শব্দটি ব্যবহার করা যায় না। ওই আইনজীবী বলেন, নরেন্দ্র মোদির ভারতের প্রধানমন্ত্রী হিসেবে সংবিধান রক্ষার দায় রয়েছে। তিনি ভাষণে হিন্দুস্তান শব্দটি উচ্চারণ করায় মানুষের ভাবাবেগে আঘাত লাগতে পারে। তিনি এ কারণেই মোদির বিরুদ্ধে জনস্বার্থ মামলা করেছেন । নরেন্দ্র মোদি ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে দিল্লির ঐতিহাসিক লালকেল্লায় ভাষণ দেন। সেই ভাষণে তিনি বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন। ভারতের প্রধানমন্ত্রী বলেন, দেশটির জম্মু-কাশ্মীর রাজ্যের সমাধান করতে হবে কাশ্মীরিদের আলিঙ্গন করে। গুলি ছুড়ে এ সমস্যার সমাধান হবে না। একই ভাষণে মোদি ২০২২ সালের মধ্যে ভারতকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, বিশ্বাসের নামে কোনোভাবেই মানুষ হত্যা করা যাবে না।

দৈনিকদেশজনতা/ আই সি 

 

প্রকাশ :আগস্ট ১৭, ২০১৭ ৬:৩০ অপরাহ্ণ