নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জের বেলকুচি ও উল্লাপাড়া উপজেলায় বন্যার পানি ও পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বেলকুচিতে দুই শিশু ও বুধবার সন্ধ্যায় উল্লাপাড়া এক শিশুর মৃত্যু হয়।
নিহতরা হলো, বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের নাগগাতী গ্রামের আব্দুল আওয়ালের ছেলে নীরব (৬) একই উপজেলার দৌলতপুর ইউনিয়নের বওড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে হযরত আলী (৮) ও উল্লাপাড়া উপজেলার বাকুয়া গ্রামের আলামিন হোসেনের ছেলে ফাহিম হোসেন (২)।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরে নাগগাতী গ্রামে বন্যার পানিতে নেমে নিখোঁজ হয় শিশু নীরব। পরে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজির এক পর্যায়ে ভাসমান অবস্থায় তার মৃতদেহ দেখতে পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃতঘোষণা করে।
অপরদিকে বওড়া গ্রামে বাড়ির পাশে পুকুরে অন্যান্য শিশুদের সাথে গোসল করতে নামে শিশু হযরত আলী। এরই এক পর্যায়ে সে পানিতে ডুবে যায়। পরে তার মৃতদেহ ভেসে উঠলে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এদিকে বুধবার বিকেলে উল্লাপাড়া উপজেলার বাকুয়া গ্রামে ফাহিমকে কোথাও দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে। এক পর্যায়ে তাকে সন্ধ্যার দিকে বাড়ির পাশে বন্যার পানিতে পাওয়া যায়। পরে পানি থেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
দৈনিক দেশজনতা /এন আর