আন্তর্জাতিক ডেস্ক:
সিরিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মেকদাদ অভিযোগ করেছেন সিরিয়ার সন্ত্রাসীদের বিষাক্ত গ্যাস এবং অন্যান্য অস্ত্রের যোগান দিচ্ছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং তাদের মিত্ররা। রাজধানী দামেস্কের এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান। তার বক্তব্যের প্রমাণ হিসেবে তিনি বলেন, আলেপ্পো ও দামেস্কে যে সব বিষাক্ত গ্যাসের উপাদান পাওয়া গেছে সেগুলো যুক্তরাষ্ট্র এবং ব্রিটিশ কোম্পানিগুলোর তৈরি। তিনি রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ সংস্থা বা ওপিসিডব্লিউকে সিরিয়ায় ওই সব দেশের ভূমিকা তদন্ত করে দেখার আহ্বান জানান। তিনি আরো বলেন, সিরিয় সংকটের শুরু থেকেই রাসায়নিক অস্ত্র ব্যবহার নিয়ে সন্ত্রাসীরা যে সব মিথ্যা অভিযোগ করেছে তার প্রতি সমর্থন দিয়েছে ওই সব দেশ। তিনি জানান এ সব অভিযোগের বিরুদ্ধে কোনো তদন্ত করা তো হয়নি বরং অজুহাত হিসেবে ব্যবহার করে ইদলিবের খান শাইখুন শহরে যুক্তরাষ্ট্র হামলা করেছে।
দৈনিকদেশজনতা/ আই সি