১৬ই এপ্রিল, ২০২৫ ইং | ৩রা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | বিকাল ৪:৩০
ব্রেকিং নিউজ

রণবীরের বিয়ের ফুল সত্যিই ফুটেছে?

দেশ জনতা ডেস্ক:

ক্যাটরিনা কাইফের সময়টা সত্যিই ভালো যাচ্ছে না। ছবি তো একের পর এক ফ্লপ। তারপর সাবেক প্রেমিকের সঙ্গে মিটমাটের কথা ভাবছিলেন। কিন্তু সে গুড়ে বালি পড়ল। গত সপ্তাহে রণবীর কাপুর মা নীতু কাপুরের সঙ্গে লন্ডন গিয়েছিলেন। সেখানে বিয়ের জন্য এক পাত্রী দেখে এসেছেন। পাত্রীর পরিবার লন্ডনে ব্যবসা করে। নীতুরই এক ঘনিষ্ঠ বন্ধু এই সম্বন্ধ ঠিক করেছেন।

রণবীরের বাবা ঋষি কাপুর অবশ্য মুম্বাইতেই ছিলেন, নতুন ছবির জন্য লুক টেস্টে ব্যস্ত ছিলেন তিনি।

রণবীর-নীতু দুজনেই পাত্রী ও তার পরিবারের সঙ্গে দেখা করেছেন, একে অপরকে পছন্দও হয়েছে।

জানা গেছে, রণবীর দ্রুত বিয়ে করে সংসারী হতে চান। আর নীতু এর আগেই স্পষ্ট করে দিয়েছেন, ছেলের জন্য তার এমন মেয়ে পছন্দ, যার সঙ্গে বলিউডের কোনও সম্পর্ক নেই। দীপিকা পাড়ুকোন বা ক্যাটরিনা- ছেলের গার্লফ্রেন্ড হিসেবে কাউকেই তার পছন্দ ছিল না।

এখন দেখার, রণবীরের বিয়ের ফুল সত্যিই ফুটেছে কিনা।

এন/এইচ=দেশ জনতা

প্রকাশ :মে ১১, ২০১৭ ১:৩২ অপরাহ্ণ