১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২১

ঈদুল আজহায় ‘মৃদুমন্দ ভালোবাসা’

বিনোদন ডেস্ক:

ভালোবেসে বিয়ে করে কমল-শায়লা। তাদের কোনো সন্তান নেই। পেশাগত জীবনে সফল করপোরেট ব্যক্তিত্ব কমল, অফিস নিয়েই সারাদিন ব্যস্ত থাকেন। আর শায়লা সংসার সামলান। তবে স্বামী সময় না দিতে পারায় সে খুব একা বোধ করে। এরপর কী হবে?

এমনই গল্পের নাটক ‘মৃদুমন্দ ভালোবাসা’। গীতিকবি সোমেশ্বর অলির রচনায় নির্মাণ করেছেন তপু খান। এতে কমল চরিত্রে অভিনয় করেছেন আব্দুন নূর সজল। আর নুসরাত ইমরোজ তিশাকে দেখা যাবে শায়লা চরিত্রে।  ‘মৃদুমন্দ ভালোবাসা’য় এরপর দেখা যাবে— ধরাবাঁধা জীবনের বাইরে বের হতে পারেন না কমল-শায়লা। একসময়ে সম্পর্কে টানাপোড়েন দেখা যায়। তারপর ঘটতে থাকে নানান ঘটনা।নির্মাতা জানালেন, সম্প্রতি ঢাকার একাধিক লোকেশনে ‘মৃদুমন্দ ভালোবাসা’র দৃশ্যধারণ শেষ হয়েছে। এতে আরো অভিনয় করেছেন আজিজুর রহমান আজাদ, কেয়া রহমান, মাহমুদা আক্তার নিশা, মাধবী লতা, নাফিজ নাজমুল প্রমুখ।

ঈদুল আজহায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে ‘মৃদুমন্দ ভালোবাসা’।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :আগস্ট ১৬, ২০১৭ ১২:৫৯ অপরাহ্ণ