১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:০২

রূপালী ব্যাংকের দর বাড়ল ১৫০ শতাংশ

নিজস্ব প্রতিবেদক:

অব্যাহত উত্থানে বিগত ২ মাসের ব্যবধানে প্রায় ১৫০ শতাংশ দর বেড়েছে ব্যাংকিং খাতের তালিকাভুক্ত কোম্পানি রূপালী ব্যাংকের। যদিও ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়েছে শেয়ার দর বাড়ার কোনো কারণ নাই। এদিকে, কোম্পানিটির অব্যাহত উত্থানকে অস্বাভাবিক বলে মনে করছেন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ৮ জুন রূপালী ব্যাংকের শেয়ার দর ছিল ২৫.৪ টাকা। এরপর থেকে সামান্য কারেকশনে অব্যাহত উত্থানে ১৩ আগস্ট কোম্পানিটির শেয়ার দর সর্বোচ্চ ৬৩.৪০ টাকায় স্থিতি পায়। অর্থাৎ এসময় কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩৮ টাকা বা ১৪৯.৬০ শতাংশ।

এরই ধারাবাহিকতায় গত ১৩ আগস্ট কোম্পানিটির অব্যাহত উত্থানের কারণ জানতে চায় ঢাকা স্টক এক্সচেঞ্জ। কিন্তু কোম্পানিটির পক্ষ থেকে শেয়ার দর বাড়ার নেপথ্যে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানানো হয়েছে। জানা যায়, দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) রূপালী ব্যাংকের সমন্বিত ইপিএস হয়েছে ০.৩১ টাকা এবং এককভাবে ০.২৮ টাকা। যা এর আগের বছর একই সময়ে ছিল যথাক্রমে ০.০৯ টাকা এবং ০.০৫ টাকা। সমন্বিত ইপিএস বেড়েছে ২৪৪ শতাংশ এবং এককভাবে ইপিএস বেড়েছে ৪৬০ শতাংশ। অর্ধবার্ষিকে (জানুয়ারি’১৭-জুন’১৭) ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ০.৭৩ টাকা এবং এককভাবে ০.৩৭ টাকা। যা এর আগের বছর একই সময়ে ছিল যথাক্রমে ০.৩৫ টাকা এবং ০.৩৩ টাকা। সমন্বিত ইপিএস বেড়েছে ১০৯ শতাংশ এবং এককভাবে ইপিএস বেড়েছে ১২ শতাংশ। এদিকে, ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত হিসাব বছরে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করে কোম্পানিটি। আলোচিত সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪.৫৬ টাকা, আগের বছর যা ছিল ৪.৩৯ টাকা।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :আগস্ট ১৬, ২০১৭ ১:০৩ অপরাহ্ণ