নিজস্ব প্রতিবেদক:
অস্ত্রোপচারের মাধ্যমে আলাদা জীবন পাওয়া দশ মাসের শিশু তোফা ও তহুরার সেলাই খুলে দেওয়া হয়েছে। সেলাই দেওয়া জায়গায় কোনো ধরনের সমস্যা দেখা দেয়নি বলে জানিয়েছেন শিশু সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক শাহনুর ইসলাম।
বুধবার সকাল ১০টায় তিনি বলেন, ‘তোফা ও তহুরা অনেক ভালো আছে। তাদের জন্য সবাই দোয়া করবেন।’ তোফা-তহুরা এখন নিয়মিত খাবার খাচ্ছে বলে জানিয়েছেন তাদের মা সাহিদা বেগম। এখন শুধু পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফেরার অপেক্ষায় আছেন বলে জানান তিনি। জোড়া লাগা শিশু তোফা ও তহুরাকে ১ আগস্ট (মঙ্গলবার) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) দীর্ঘ অস্ত্রোপচার শেষে তাদের আলাদা করা হয়।
গত ২১ এপ্রিল দ্বিতীয়বারের মতো ঢামেক হাসপাতালে ভর্তি করা হয় জোড়া লাগা শিশু তোফা ও তহুরাকে। এর আগে গতবছরের ৮ অক্টোবর তাদের এখানে প্রথমবার ভর্তি করা হয়। সে সময়ে একটি সফল অপারেশন করা হয়। গত বছরের ২৯ সেপ্টেম্বর গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের ঝিনিয়া গ্রামের রাজু মিয়ার স্ত্রী শাহিদা বেগম নিজ বাড়িতে এই জোড়া কন্যাসন্তানের জন্ম দেন।
কোমরের কাছে জোড়া লাগানো শিশু দুটির সব অঙ্গপ্রত্যঙ্গই আলাদা। শুধু প্রস্রাব-পায়খানার রাস্তা একটি। প্রথমবার অপারেশনের মাধ্যমে তাদের পায়ুপথ আলাদা করা হয়েছিল।
দৈনিক দেশজনতা /এমএইচ