১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৮

ইতালিতে বাংকার ব্যবসায়ীদের বনভোজন

দৈনিক দেশজনতা ডেস্ক:

ইতালিতে বাংলাদেশি ব্যবসায়ীদের সংগঠন ‘বাংলাদেশ বাংকার ব্যবসায়ী সমিতি’র বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। রোববার বর্ণাঢ্য আয়োজন ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে গ্রীষ্মকালীন এ বনভোজন সম্পন্ন হয়। কর্মব্যস্ততার ক্লান্তি থেকে মুক্তি ও আনন্দ দিতে বাংলাদেশ বাংকার ব্যবসায়ী সমিতি এ বনভোজনে অংশ নেন ইতালিতে বসবাসরত শত শত বাংলাদেশি। এতে বিপুলসংখ্যক প্রবাসীদের স্বতস্ফূর্ত অংশগ্রহণে বনভোজন এক মিলনমেলায় পরিণত হয়। রোববার রোমের তরপিনাত্তারা থেকে ১৮টি বাস সহযোগে বনভোজন যাত্রা শুরু হয়। রোমের অদূরে সাগর ও পাহাড় আচ্ছাদিত প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি কস্তেললিওনে দেল লাগো (পেরুজ্জা) পর্যটন কেন্দ্রে বনভোজন অনুষ্ঠিত হয়। সেখানে দুপুরের খাবার শেষে লেকের মনোরম দৃশ্য (লাগো পেরুজ্জা) বিচের প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন, দল বেঁধে সমুদ্র স্নান, সাঁতার, বেলাভূমিতে ফুটবল, হা-ডু-ডু, শিশুদের দৌড়, বিস্কুট দৌড়, ভলিবল ও বালিশ বদল খেলাসহ নানা ধরনের খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলতে থাকে দিনব্যাপী। এরই ফাঁকে বনভোজনে আগত পরিবারগুলোর ছেলে-মেয়ে নিয়ে আনন্দ আড্ডায় মেতে উঠেন। এ যেন প্রবাসে অনন্য এক টুকরো বাংলাদেশ। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে র্যা ফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে বিজয়ীদের মধ্যে বিভিন্ন সংগঠনের সহযোগিতায় ১০০ জনকে আকর্ষণীয় পুরস্কার ৬টি দেশসহ বাংলাদেশে যাতায়াতের এয়ার টিকেট, ৫টি এলইডি টিভি , ১১টি স্মার্টফোন, ৩টি ট্যাবলেট, মাইক্রোওভেন, ডিজিটাল ক্যামেরাসহ নানা ধরনের পুরস্কার দেওয়া হয়। বনভোজনের ব্যবস্থাপনায় ছিলেন, বাংলাদেশ বাংকার ব্যবসায়ী সমিতির উপদেষ্টা মিয়া এম ডি তারা, জামাল মাঝি,  এবং পরিচালনায় কাজী আল মামুন, হাফিজুল রহমান, মো. আব্দুল মিয়া, মাতবর ফারুক, হাওলাদার সুজন, তুহিন হাওলাদার, আহসান পিপু, মোশারেফ হোসেন মামুন, মিয়া আতিক, পাটোয়ারী শাহজাহান, জাহাঙ্গীর আলম শাহেদ, শাহ আলম, মহিবুর রহমান মুরাদ প্রমুখ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনের পরিচালনায় ও সভাপতি মঈনুল হোসেন ময়নার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের সাবেক সভাপতি ও ধূমকেতু সোস্যাল সংগঠনের কর্ণধার নূরে আলম সিদ্দিকী বাচ্চু। তিনি এ আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান ও যেকোনো সহায়তার আশ্বাস দেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইপিবিএর উপদেষ্টা আতিয়ার রসূল কিটন, জালালাবাদ কল্যাণ সংঘ বৃহত্তর সিলেট-ইতালির সভাপতি অলি উদ্দিন শামীম, বাংলাদেশ সমিতি ইতালির সাধারণ সম্পাদক আবুল কালাম সায়মন, মুন্সীগঞ্জ বিক্রমপুর সমিতি ইতালির সভাপতি এমদাদুল হক মৃধা , যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতির সভাপতি মাফিজুল ইসলাম রাসেল, বাংলাদেশ সমিতি ইতালির সহ সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বেপারী এবং বাংলাদেশ বাংকার ব্যবসায়ী সমিতির নেতারা। বাংলাদেশ বাংকার ব্যবসায়ী সমিতির সভাপতি মঈনুল হোসেন ময়না বনভোজনে সহায়তা ও অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ জানান। সবশেষে বাংলাদেশ বাংকার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে প্রধান অতিথিসহ সমিতির বিশিষ্ট নেতাদের সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। এছাড়াও দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পী জাহাঙ্গীর আলমের তত্ত্বাবধানে অনেকেই গান পরিবেশন করেন। ২০০৮ সালে সমিতির প্রতিষ্ঠালগ্ন থেকে এখন পর্যন্ত বাংলাদেশি বিভিন্ন কমিউনিটিসহ প্রবাসীদের সহযোগিতা করে আসছে সংগঠনটি।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :আগস্ট ১৫, ২০১৭ ১১:৫৬ পূর্বাহ্ণ