১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২২

ইয়েমেন যুদ্ধ থেকে বের হতে চান যুবরাজ সালমান

আন্তর্জাতিক ডেস্ক:

ইয়েমেনে শুরু করা যুদ্ধ থেকে বের হয়ে যেতে চান সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমান। ফাঁস হওয়া এক ইমেইলে এ তথ্য পাওয়া গেছে। এতে দেখা যায়- দুই সাবেক মার্কিন কর্মকর্তাকে তার এ ইচ্ছার কথা জানান তিনি। তাছাড়া ইরানের সঙ্গে মার্কিন সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার বিরোধী নন বলেও জানিয়েছেন মোহাম্মাদ বিন সালমান। মিডলইস্ট আই
যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্টিন ইন্ডিক এবং প্রেসিডেন্ট থাকাকালে জর্জ ডব্লিউ বুশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকারী স্টিভেন হ্যাডলিকে মধ্যপ্রাচ্যে অনুষ্ঠিত এক আলোচনায় এ মনোভাব ব্যক্ত করেন ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালমান।
কাতারের বিরুদ্ধে অবরোধ আরোপের মাসখাসেক আগে এ আলোচনা অনুষ্ঠিত হয়।
ওয়াশিংটনে আরব আমিরাতের অ্যাম্বাসেডর ইউসুফ আল ওতাইবা ও সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্টিন ইন্দ্রিকের মধ্যে কথোপকথনের ফাঁস হওয়া ইমেইলের মাধ্যমে সাবেক মার্কিন কর্মকর্তা ও ক্রাউন প্রিন্সের এ আলোচনার বিষয়ে জানা যায়। গ্লোবাল লিকস নামে একটি গ্রুপ এ ইমেইল কথোপকথনটি প্রকাশ করেছে বলে মিডলইস্ট আই জানিয়েছে।
উদ্ধার করা ইমেইল থেকে জানা যায়, ইয়েমেনের প্রেসিডেন্টের ক্ষমতা পুনরুদ্ধারের ব্যাপারে সংশয় প্রকাশ করেন সৌদি ক্রাউন প্রিন্স। আল জাজিরা

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ১৫, ২০১৭ ১১:৫২ পূর্বাহ্ণ