২১শে জানুয়ারি, ২০২৫ ইং | ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:৩৬

মুক্তি পেল প্রিয়াঙ্কার গানের অ্যালবাম

বিনোদন ডেস্ক:

কয়েক দিন আগেই নিজের জন্মদিন কাটাতে মায়ানগরী মু্ম্বাইয়ে ফিরেছিলেন। পরিবারের সঙ্গে কয়েকটা দিন ছুটি কাটিয়েই ফিরে গেছেন মার্কিন মুল্লুকে। এক দিকে চলছে আগামী হলিউড ছবি ‘ইজ নট ইট রোমান্টিক’এর কাজ। অন্যদিকে চলছিল প্রিয়াঙ্কার অ্যালবাম রিলিজের শেষ মুহূর্তের প্রস্তুতি। ভারতের আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, নিজের নতুন সিঙ্গেল অ্যালবাম ‘ইয়ং অ্যান্ড ফ্রি’ মুক্তির কথা জানিয়ে টুইট করলেন বলিউডের ‘জংলি বিল্লি’ প্রিয়াঙ্কা চোপড়া। অস্ট্রেলিয়ান ডিজে উইল স্পার্কস-এর সঙ্গে যৌথ উদ্যোগে এ অ্যালবাম প্রকাশ করলেন অভিনেত্রী। প্রিয়াঙ্কা জানিয়েছেন, জীবনের এক অচেনা সময়ে এ গান লিখেছিলেন তিনি। তার বিশ্বাস, এ পৃথিবীতে বেঁচে থাকার জন্য মানসিকতার বদল প্রয়োজন। মনের দিক থেকে ‘ইয়ং’(তরুণ) এবং ‘ফ্রি’(মুক্ত) থাকলেই লড়াই করা সম্ভব। তাই তার এ নতুন অ্যালবামের গান নতুন প্রজন্মকে উৎসর্গ করছেন তিনি।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :আগস্ট ১৫, ২০১৭ ১১:২৬ পূর্বাহ্ণ