ধর্ম ডেস্ক:
মুসলিম উম্মাহর হৃদয়ের স্পন্দন পবিত্র কাবা শরিফ। যাকে বাইতুল্লাহ বলে ডাকা হয়। এ ঘরের দিদার লাভে মুসলমান মাত্রই থাকে আত্মহারা পাগলপারা। কাবা শরিফ দেখেই একজন মুমিনের হৃদয়ে লালিত স্বপ্নের বাস্তবায়ন হয়। এ স্বপ্নের বাস্তবায়নে মুমিন বান্দা লাভ করে পরিপূর্ণ প্রশান্তি।
আল্লাহর ঘর দেখে মুসলিম উম্মাহর প্রথম সম্ভাষণ কি হবে। সে ব্যাপারে অনেক তথ্য পাওয়া যায়। পবিত্র কাবা শরিফের আশেক আল্লাহর মেহমান মুমিন মুসলমানের জন্য কিছু দোয়া ও কল্যাণময় বাক্য ও বক্তব্য তুলে ধরা হলো-
>> হিদায়া গ্রন্থের প্রণেতা শায়খুল ইসলাম বুরহান উদ্দিন আবুল হাসান আলি ইবনে আবু বকর আল-ফারগানি আল-মারগিনানি রহমাতুল্লাহি আলাইহি বলেন, ‘যখন আল্লাহর ঘর ‘বাইতুল্লাহ’ দৃষ্টি সীমায় আসবে; তখন উচ্চারণ করবে-
اَللهُ اَكْبَر এবং لَا اِلَهَ اِلَّا الله
উচ্চারণ : ‘আল্লাহু আকবার এবং লা ইলাহা ইল্লাল্লাহ’
>> হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর ঘর দেখা মাত্রই বলতেন-
بِسْمِ اللهِ اَللهُ اَكْبَر
উচ্চারণ : ‘বিসমিল্লাহি আল্লাহু আকবার’।
বিশ্বনবির দোয়া
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মসজিদুল হারাম দেখে দু’হাত আকাশের দিকে ওঠিয়ে এভাবে দোয়া করতেন-
اَللهُمَّ زِدْ هَذَا الْبَيْتَ تَعْظِيْمًا وَ تَشْرِيْفًا وَ تَكْرِيْمًا وَ مَهَابَةً
وَ زِدْ مَنْ شَرَّفَهُ وَ كَرَّمَهُ مِمَّنْ حَجَّهُ اَوِ اعْتُمَرَهُ
تَشْرِيْفًا وَ تَكْرِيْمًا وَ تَعْظِيْمًا وَ بِرًّا
اَللهُمَّ اَنْتَ السَّلَامُ وَ مِنْكَ السَّلَامُ حَيِّنَا رَبَّنَا بِالسَّلَامِ
উচ্চারণ : আল্লাহুম্মা যিদ হাজাল বাইতা তা’জিমান ওয়া তাশরিফান ওয়া তাকরিমান ওয়া মাহাবাতান; ওয়া যিদ মান শাররাফাহু, ওয়া কাররামাহু মিম্মান হাজ্জাহু আওয়ি’তামারাহু তাশরিফান ওয়া তাকরিমান ওয়া তাজিমান; আল্লাহুম্মা আংতাস সালাম ওয়া মিনকাস সালাম হাইয়্যিনা রাব্বানা বিসসালাম।’
অর্থ : হে আল্লাহ! তুমি এ ঘরের মর্যাদা ও মহিমা এবং সম্মান ও সমীহ বৃদ্ধি করে দাও। যারা হজ করে, ওমরা করে এবং এই ঘরকে তাযিম ও সম্মান করে তাদেরও ইজ্জত, সম্মান ও মর্যাদা ও ছাওয়াব বাড়িয়ে দাও। হে আল্লাহ! তুমিই তো ‘সালাম’; শান্তি তো তোমারই পক্ষ হতে বর্ষিত। সুতরাং হে আমাদের প্রতিপালক! আমাদেরকে সুখ ও শান্তিতে জীবিত রাখুন।
পবিত্র কাবা শরিফ প্রথম দেখায় এ দোয়া পড়া সুন্নাত। মুমিন বান্দা কর্তৃক আল্লাহর ঘরের মর্যাদা ও সম্মান বৃদ্ধি দোয়া মূল বিষয় নয়; বরং আল্লাহ তাআলার নিকট থেকে বান্দার নতুন কিছু লাভ করার বাহানামাত্র এ দোয়া।
দৈনিকদেশজনতা/এন এইচ