নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ছাত্রী অপহরণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ছাত্রলীগ নেতার নাম আবুল বাশার ওরফে কাজল। সে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি। রোববার বিকালে ওই ছাত্রী স্কুল থেকে বাড়ি ফেরেনি। পরে তার স্বজনরা খোঁজ নিয়ে জানতে পারেন, স্কুল থেকে ফেরার পথে কাজলসহ তার কয়েকজন সহযোগী মোটরসাইকেলে ছাত্রীকে তুলে নিয়ে গেছে।
কালীগঞ্জ থানার ওসি আলম চাঁদ জানান, ছাত্রলীগনেতা কাজলসহ (২৬) কয়েকজনের বিরুদ্ধে সোমবার সন্ধ্যায় লিখিত অভিযোগ দিয়েছেন অপহৃত ছাত্রীর বাবা।
পুলিশ ছাত্রীকে উদ্ধারসহ কাজলকে আটক করতে অভিযান চালাচ্ছে বলে তিনি জানান। কালীগঞ্জ সার্কেলের অতিরিক্তি পুলিশ সুপার পঙ্কজ দত্ত বলেছেন, “কাজলের স্বজন ও স্থানীয় আওয়ামী লীগনেতাদের দাবি, এটা অপহরণ নয়। ওই ছাত্রী কাজলের সঙ্গে স্বেচ্ছায় চলে গেছে। কিন্তু ছাত্রীর বাবা তার বিরুদ্ধে অভিযোগ করেছেন, স্বেচ্ছায় নয়, তার মেয়েকে কাজল অপহরণ করে নিয়ে গেছেন।”
জেলা ছাত্রলীগ সভাপতি মো. দেলোয়ার হোসেন কাজলের অপরাধ নিশ্চিত হওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সোমবার রাত সাড়ে ১১টার দিকে কাজলের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে তা বন্ধ পাওয়া গেছে।
দৈনিক দেশজনতা /এমএইচ