২১শে নভেম্বর, ২০২৪ ইং | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:৫০

বাবার লেখা নাটকে মায়ের সঙ্গে অভিনয়

নিজস্ব প্রতিবেদক:

অভিনেতা-নাট্যকার বৃন্দাবন দাস ও অভিনেত্রী শাহানাজ খুশি দম্পতির দুই পুত্র দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি। ঈদুল আজহার জন্য নির্মিত একটি নাটকে অভিনয় করছেন তারা। নাটকের নাম ‘হ্যাপি ফ্যামিলি’। রচনা করেছেন বৃন্দাবন দাস ও পরিচালনা করেছেন দীপু হাজরা। বর্তমানে নাটকটির শুটিং চলছে। কয়েক বছর আগে আলাদাভাবে দিব্য ও সৌম্য নাটকে অভিনয় করেছিলেন। তবে এই প্রথমবারের মতো কোনো নাটকে একসঙ্গে অভিনয় করলেন দুই ভাই। নাটকে দেখা যাবে, ফজলুর রহমান বাবু ও চঞ্চল চৌধুরী দুই ভাই। শাহানাজ খুশি ও ফারহানা মিলি তাদের দুই বউ। দিব্য-সৌম্য অভিনয় করছেন চঞ্চলের শ্যালকের চরিত্রে।

দুই ছেলের প্রথমবার অভিনয় করার অভিজ্ঞতা পেলেন শাহানাজ খুশিও। তিনি জানালেন, দুই বছর আগে দিব্যকে নিয়ে ‘সন্তান’ নামের একটি নাটকে অভিনয় করে ব্যাপক সাড়া পেয়েছিলেন। বৃন্দাবন দাসের রচনায় নাটকটি পরিচালনা করেছিলেন সাইদুর রহমান রাসেল।

খুশি বলেন, ‘ওরা নিজেদের ইচ্ছাতেই অভিনয় করছে। ওদের ও লেভেল পরীক্ষা শেষ হয়েছে। এরপর বাসায় থেকে দুজনই বোরিং হচ্ছিল। বেড়াতে যেতে চাচ্ছিল দূরে কোথাও, কিন্তু শুটিংয়ের ব্যস্ততার জন্য যেতে পারছি না। আমারও মনটা খারাপ হচ্ছিল সময় দিতে পারছিলাম না বলে।’

তিনি বলেন, ‘তারপর একদিন তারাই বলল আমার সঙ্গে অভিনয় করবে। এরপর সুযোগ হওয়ায় সেটি হয়েই গেল। নাটকে ওরা চঞ্চলের শালা হিসেবে অভিনয় করেছে। খুব মজা করছি শুটিংয়ে। আশা করছি সবাই নাটকটি উপভোগ করবেন।’ নির্মাতা দীপু জানান, জিটিভিতে প্রচার হবে ‘হ্যাপি ফ্যামিলি’।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :আগস্ট ৫, ২০১৭ ৪:১৪ অপরাহ্ণ