১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৪৪

চুয়াডাঙ্গায় ভারতীয় ওষুধ জব্দ

নিজস্ব প্রতিবেদক:

চুয়াডাঙ্গা ৬ বিজিবির আওতাধীন পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে ৭৭ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ এবং শুক্রবার রাতে অভিযান দু’টি চালায় বিজিবি।

চুয়াডাঙ্গা ৬ বিজিবির অতিরিক্ত পরিচালক মুহাম্মদ লুৎফুর কবীর আজ দুপুরে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ মাগুরা জেলা সদরের পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ৪৭ হাজার ২৮০ পিস সেনেগ্রা ট্যাবলেট জব্দ করা হয়। এর আগে শুক্রবার রাত ৮টার দিকে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ১ লাখ ৮২ হাজার ২০০ পিস গরু মোটাতাজাকরণের বিভিন্ন প্রকার ট্যাবলেট আটক করা হয়। আটককৃত ট্যাবলেটগুলোর মূল্য ৭৭ লাখ ৭৫ হাজার টাকা। আটককৃত মালামাল কাস্টমসে জমা দেয়া হয়েছে।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :আগস্ট ৫, ২০১৭ ৮:১০ অপরাহ্ণ