১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | বিকাল ৪:০৫

গেম অব থ্রোনস’ চুরি করল হ্যাকাররা

বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক :

আলোড়ন সৃষ্টিকারী টিভি সিরিজ গেম অব থ্রোনসের আসন্ন পর্বসমূহের স্ক্রিপ্ট চুরি করার দাবি করেছে হ্যাকার দল। বিনোদন সংস্থা এইচবিও থেকে স্ক্রিপ্টসহ অন্যান্য তথ্য চুরি করা হয়েছে বলে জানিয়েছে তারা। খবর বিবিসির। হ্যাকার দলটি জানাচ্ছে, তারা সংস্থাটি থেকে ১.৫ টেরাবাইট ডাটা হাতিয়ে নিয়েছে এবং ব্যালারস ও রুম ১০৪ নামের দুই টিভি সিরিজের পর্ব অনলাইনে প্রকাশ করে দিয়েছে। তাদের সংগৃহিত আরো কিছু ডাটা শিগগির অনলাইনে প্রকাশ করা হবে বলে জানিয়েছে তারা। এদিকে সাইবার হামলাজনিত ঘটনার ব্যাপারে নিশ্চিত করেছে এইচবিও কর্তৃপক্ষ।  বিনোদন বিষয়ক কাগজ এন্টারটেইনমেন্ট উইকলি একটি মেইল প্রকাশ করে। যেখানে দেখা যায়, গুরুত্ব দিয়ে প্রকাশ করার শর্তে হ্যাকাররা এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে রাজি আছে। মেইলটিতে হ্যাকাররা উল্লেখ করে, সাইবার দুনিয়ার সবচেয়ে বড় ধরণের তথ্য ফাঁসের ঘটনা ঘটে গেছে। তারা সেখানে এ টিভি সিরিজগুলো ডাউনলোড করে ছড়িয়ে দিতে আহবান করে এবং এ বিষয়ে বিস্তারিত বলতে সাক্ষাতকার দিতে চায়। সংবাদ মাধ্যমে বলা হচ্ছে যে, গেম অব থ্রোনসের চতুর্থ থেকে সপ্তম পর্বের স্ক্রিপ চুরি করেছে হ্যাকাররা। সিরিজিটির সপ্তম পর্বটি ইতিমধ্যে প্রচার হচ্ছে। এইচবিও কর্তৃপক্ষ জানিয়েছে, আমরা এ বিষয়ে দ্রুত তদন্তে নামছি এবং আইন প্রয়োগকারী সংস্থা ও সাইবার নিরাপত্তা সংস্থার সাথে কাজ করছি। তারা আরো জানায়, তথ্য নিরাপত্তা ও সুরক্ষাকে আমরা সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকি। অতএব আমাদের নিজস্ব তথ্য নিরাপত্তার বিষয়টি আরও গুরুত্ব সহকারে বিবেচনা করছি।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :আগস্ট ১, ২০১৭ ১০:৩৫ পূর্বাহ্ণ