১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৭:১৬

অলিম্পিক ২০২৮’র আয়োজক হতে পারে লস এঞ্জেলস

স্পোর্টস ডেস্ক:

২০২৮ সালের অলিম্পিক গেমস আয়োজনের ঘোষণা দিতে যাচ্ছে লস এঞ্জেলস। তাহলে ২০২৪ সালে এ বিশ্বক্রীড়া উৎসব হতে যাচ্ছে প্যারিসে। জুন মাসে, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এ দুই আসরের আয়োজক দেশের নাম ঘোষণা করে। কিন্তু কোন আসরের আয়োজক কে হবে সেটা সিদ্ধান্ত নেয়া হয়নি তখন। প্যারিস ও লস এঞ্জেলস-দুই শহরই তখন ২০২৪ সালের অলিম্পিক গেমসের আয়োজনের ইচ্ছা প্রকাশ করে। তবে মঙ্গলবারে এক সংবাদ সম্মেলনে, লস এঞ্জেলস ২০২৮ সালের অলিম্পিকের আয়োজক হিসেবে সম্মতি প্রকাশ করতে পারে। এ বিষয়ে মধ্যস্থতাকারী একটি সূত্র বিবিসি স্পোর্টসকে জানিয়েছে, লস এঞ্জেলসকে ২০২৮ সালের আয়োজক হিসেবে সম্মত হতে হবে। কারণ ২০২৪ সালের চেয়ে  অধিক অর্থনৈতিক সুবিধা লাভে সম্ভাবনা আছে ২০২৮ সালে।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটি চায় সেপ্টেম্বরের মধ্যে এ দুই শহর একটি সমঝোতার মধ্যে আসুক। অন্যথা ২০২৪ সালের আয়োজক নির্ধারণে ভোটাভোটির আয়োজন করবে তারা। সূত্র: বিবিসি

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :আগস্ট ১, ২০১৭ ১০:৩৩ পূর্বাহ্ণ