আন্তর্জাতিক ডেস্ক:
জেরুজালেমের আল আকসা মসজিদে ইসরাইলি হস্তক্ষেপের প্রতিবাদে শনিবার তুরস্কে হাজার হাজার জনতা বিক্ষোভ মিছিল করেছে। তুর্কি ইসলামি সংগঠন সাদাত পার্টির আহবানে দক্ষিণ ইস্তাম্বুলে এ সময় ৫ হাজারও বেশি মানুষের জমায়েত হয়। এ দিন বাস ও ফেরি ভর্তি হয়ে প্রতিবাদকারীরা শহরে এসে জমায়েত হয় এবং ফিলিস্তিন ও তুরস্কের পতাকা উড়িয়ে তারা ‘আল-আকসা মসজিদ আমাদের সম্মান’ শ্লোগান দেয়। তারা গত ১৪ জুলাইয়ে আল আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরাইলি সহিংসতার প্রতিবাদ করে। এ দিন ইসরাইলি পুলিশের গুলিতে ৩ ফিলিস্তিনি নিহত হন। এরপর মসজিদ বন্ধ করে দেয়া এবং পরবর্তীতে মসজিদের সামনে নিরাপত্তা সরঞ্জাম বসানোকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনায় আরো ৫ ফিলিস্তিনি নিহত হন। আহতের সংখ্যা ছাড়িয়ে যায় কয়েক শত। পরবর্তীতে আন্তর্জাতিক মহলের চাপে মসজিদের সামনে থেকে ইসরাইল নিরাপত্তা সরঞ্জাম সরিয়ে ফেলে। তবে তুরস্ক এটিকে যথেষ্ট মনে করছে না। তাই ইসরাইলের আগ্রাসী মনোভাবে বিরুদ্ধে প্রতিবাদ জানাতে সেইসাথে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে এ বিক্ষোভ মিছিল বের করে তুর্কিরা। সূত্র: দ্য নিউ আরব
দৈনিকদেশজনতা/এন এইচ