১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৯

নার্ভাসনেস আর অনভিজ্ঞতার কাছেই হারলাম : মিতালি

নিজস্ব প্রতিবেদক:

নারী বিশ্বকাপে ইতিহাসে প্রথম শিরোপা জয়ের খুব কাছে চলে গিয়েছিল ভারত। ফাইনালে স্বপ্নপূরণের খুব কাছাকাছি গিয়েও হেরেছে মাত্র ৯ রানে। রোববার লর্ডসে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ২২৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩ উইকেটে ১৯১ রান তুলে ফেলেছিল ভারত। কিন্তু সেখান থেকে মাত্র ২৮ রানে শেষ ৭ উইকেট হারিয়ে ২১৯ রানে গুটিয়ে যায় তারা। ফাইনালের মঞ্চকে নিজের করে নেন ইংলিশ বোলার অ্যানিয়া শ্রাবসোলে। ৬ উইকেট পেয়েছেন তিনি।

শিরোপার জয়ের এত কাছাকাছি গিয়েও হেরে যাওয়ায় সমগ্র ভারত জুড়ে কিছুটা হতাশা। তবে ভারত নারী দলের অধিনায়ক মিতালি রাজ পুরো বিশ্বকাপকে ‘স্পেশাল জার্নি’ বলেই উল্লেখ করছেন। সেই সঙ্গে মিতালি বলেছেন, মেয়েদের নার্ভাসনেস এবং অনভিজ্ঞতাই এই হারের জন্য দায়ী।

এদিন শুরুতে ভারতের বোলিং দারুণই ছিল বলতে হবে। ইংল্যান্ডকে ২২৮ রানের মধ্যে বেঁধে রাখতে সক্ষম হয়েছিল। ২২৯ রানের পথে ছুটতে গিয়ে প্রায় তো কাছেই চলে গিয়েছিল পুনম রাউত, হারমানপ্রিতরা। কিন্তু তারপরও হলো না। মিতালি বলছেন, ‘সবাই খুব নার্ভাস ছিল এবং আমার মনে হয় এই কারণেই ফল আমাদের পক্ষে আসেনি।’

ওভাবে ব্যাটিং ভেঙে পড়া নিয়ে মিতালি বলেছেন, ‘শেষ চার-পাঁচজন ব্যাটার চাপ ভালো মতো সামলাতে পারেনি। ওই সময় খেলা সমান্তরালে ছিল। আমরা ওই সময় আমাদের স্নায়ু ধরে রাখতে পারিনি। তাদের বোলিং এবং ফিল্ডিংও ছিল দারুণ।’

তবে মেয়েদের পারফরম্যান্সে দারুণ খুশি তিনি,‘মেয়েরা খুব হতাশ। কারণ তারা তাদের সবটা দিয়ে চেষ্টা করেছে। এটি স্বাভাবিক এবং এটা কাটতে সময় লাগবে। এই মেয়েরা একটা মঞ্চ তৈরি করেছে।  তারা নারী ক্রিকেটের অনেক দুয়ার খুলে দিয়েছে। একজন অধিনায়ক হিসেবে আমি গর্বিত। আমি দেখেছি এই মেয়েদের মধ্যে অনেক পরিবর্তন। এই দলটি এখন খুবই আত্মবিশ্বাসী এবং একটি দল হয়ে উঠেছে।’

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ২৪, ২০১৭ ২:২৭ অপরাহ্ণ