নিজস্ব প্রতিবেদক:
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অপসারণের দাবিতে অব্যাহত আন্দোলনে একাডেমিক ভবনের ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা।সোমবার সকাল ৮টায় তারা ক্লাস ও পরীক্ষা বর্জন করে একাডেমিক ভবনের সামনে অবস্থান করে বিক্ষোভ করেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা ফিরোজুল ইসলাম জানান, উপাচার্য নিয়োগে অনিয়ম এবং দুর্নীতির আশ্রয় নিয়ে সরকারের ঘোষিত মুক্তিযোদ্ধা কোটা না মেনে নিয়োগ দেওয়ার প্রতিবাদে তারা এই কর্মসূচি পালন করছেন। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শফিউল আলম বলেন, মূলত শিক্ষার্থীদের দাবি কি তা আমার জানা নেই।
বন্দর থানার ওসি গোলাম মোস্তফা বলেন, ক্যাম্পাসে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। শিক্ষার্থীরা এখন পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে।
দৈনিক দেশজনতা /এমএইচ