নিজস্ব প্রতিবেদক:
চলতি বছরের হজ মৌসুমে প্রথম ফ্লাইট নির্বিঘ্নে সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছে। সোমবার বাংলাদেশ সময় ১১টা ৩৫ মিনিটে জেদ্দা বিমানবন্দরে পৌঁছায় প্রথম ফ্লাইটটি। হজ ক্যাম্পের এক কর্মকর্তা সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার সকাল ৭টা ৫৫মিনিটে ৪১৮ জন্য হজযাত্রী নিয়ে বাংলাদেশ এয়ালাইন্সের (বিজি ১০১১) ফ্লাইটটি ঢাকার হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। একইদিন বেলা ১১টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৯ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি-৩০১১) দ্বিতীয় ফ্লাইটটি ছেড়ে গেছে।
আজ (সোমবার ) আরো দুইটি ফ্লাইটে হজযাত্রীরা সৌদির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে বলে বিমান বাংলাদেশ এয়ারলাইনস থেকে গণমাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে বিজি ৫০১১ ফ্লাইটে জেদ্দা যাবেন আরও ৪১৯ জন। এছাড়া নিয়মিত ফ্লাইট বিজি-০০৩৫ রাত ৮টা ৪০ মিনিটে জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এদিকে, সকাল ৭টা ৫০মিনিটে প্রথম ফ্লাইটের হজযাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করে তাদেরকে বিদায় জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন ও ধর্ম বিষয়ক মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।
দৈনিক দেশজনতা /এমএইচ