১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৫৯

নোবিপ্রবি-হাইটেক পার্কের সাক্ষর

বিজ্ঞান প্রযুক্তি ডেস্ক :

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) এবং হাইটেক পার্ক-এর মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স¦াক্ষর হয়েছে।

রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারে পার্কের নিজস্ব কার্যালয়ে এ সমাঝোতা স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হক ও হাইটেক পার্কের পক্ষে প্রকল্প পরিচালক এ এস এম শফিকুল ইসলাম ‘এমওইউ’তে স¦াক্ষর করেন। এর ফলে নোবিপ্রবি শিক্ষার্থীদের জন্য আইসিটি সংশ্লিষ্ট যাবতীয় ল্যাব সুবিধা আরো বৃদ্ধি পাবে। ইতিপূর্বে হাইটেক পার্ক এর অর্থায়নে নোবিপ্রবিতে ‘কম্পিউটার নেটওয়ার্ক এন্ড সাইবার সিকিউরিটি অ্যানালাইসিস ল্যাবেরটরি’ প্রতিষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, নোবিপ্রবি আইআইটি ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান ভুঁইয়া, হাইটেক পার্কের উপ-প্রকল্প পরিচালক আজিজুল ইসলাম, প্রকিউরমেন্ট বিশেষজ্ঞ হাবিবুল আজিজ, সহকারী পরিচালক রুমানা খোরশেদ, ট্রেনিং বিশেষজ্ঞ আবু সালেহ মো. সোহান ও স্বাতী শারমিন এবং পরিবেশ বিশেষজ্ঞ মো. বেল্লাল হোসেন প্রমুখ।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :জুলাই ২৩, ২০১৭ ৭:৪৭ অপরাহ্ণ