২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১:২৮

ইউএসএস জেরাল্ড আর ফোর্ডকে বিশ্বের প্রতি ‘এক লক্ষ টন’ বার্তা: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:

বিশ্বের সবচেয়ে বড় রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডকে বিশ্বের প্রতি ‘এক লক্ষ টন’ বার্তা হিসেবে অভিহিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায় ১২.৯ বিলিয়ন ডলার খরচে নির্মিত রণতরীটি বিশ্বের ‘সবচেয়ে নতুন, বৃহত্তম ও সবচেয়ে আধুনিক বিমানবাহী রণতরী’ হতে যাচ্ছে। পরমাণু চালিত বিমাণবাহী এক লক্ষ টন ওজনের এই রণতরী একবার জ্বালানি নেয়ার পর টানা ২০ বছর চলতে পারবে। শনিবার এই বিশাল রণতরীটি নৌবাহিনীতে আনুষ্ঠানিকভাবে সংযুক্ত (কমিশন) করেন প্রেসিডেন্ট ট্রাম্প। এই রণতরী আমেরিকার শত্রুদের ‘ভয়ে কাঁপিয়ে দেবে’ বলে মন্তব্য করেন ট্রাম্প। এই দানবাকার রণতরীটি নামকরণ করা হয়েছে দেশটির ৩৮তম প্রেসিডেন্ট জেরাল্ড আর ফোর্ডের নামে। জেরাল্ড আর ফোর্ড দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে মার্কিন নৌবাহিনীর লে. কমান্ডার পদে উন্নীত হয়েছিলেন। রণতরীটি স্পন্সর করেছেন ফোর্ড-কন্যা সুসান ফোর্ড বেলস। ইউএসএস ফোর্ডের নির্মাণ শুরু হয়েছিল ২০০৯ সালে। ২০১৫ এর সেপ্টেম্বরে এর নির্মাণ শেষ হয়। দ্বীপের মতো দেখতে পরমাণু চালিত এই রণতরী ৩০ নট গতিবেগে এবং একবার জ্বালানি নিয়ে ২০ বছর চলতে পারবে। বর্তমানে নরফকের ন্যাভাল স্টেশনে ডক করা ইউএসএস ফোর্ডে ২৬০০ নাবিক থাকবেন। এছাড়া অতিরিক্ত ক্রুদের জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে। সর্বোচ্চ ৪,৬০০ ক্রু জায়গা দেওয়ার ব্যবস্থা রয়েছে রণতরীটিতে প্রায় ১১০০ ফুট দীর্ঘ এই রণতরীটি তিনটি ফুটবল মাঠের সমান বড়। এটা আগের সব রণতরীর চেয়ে ৩৩ শতাংশ বেশি বিমান বহন করতে পারবে।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :জুলাই ২৩, ২০১৭ ৭:৪২ অপরাহ্ণ