১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২৩

তিন হাজার মানুষ অংশ নিল বার্সায় মানব জার্সি তৈরিতে

স্পোর্স ডেস্কঃ

নিউইয়র্কের ব্রায়েন্ট পার্ক। এখানেই তৈরি করা হলো ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় মানব জার্সি। আর সেই জার্সিটা বিশ্বের অন্যতম সেরা ক্লাব বার্সেলোনার। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবটির সভাপতি জোসেফ বার্তেমিউ।

নিউইয়র্কের ৪২ নম্বর রোডে ৩ হাজারেরও বেশি মানুষ অপেক্ষা করছিলেন। সভাপতি পৌঁছতেই বার্সার জার্সি তৈরির আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়। বার্সা সভাপতি ছাড়াও থিয়েরি অরি এবং জার্সির পৃষ্ঠপোষক কোম্পানির সভাপতি উপস্থিত ছিলেন।

Bisk Club

বার্সার পক্ষ থেকে জানানো হয়, সময়টা ছিল ১২টা। ৩৩৩০ জন লোক অংশ নেন বার্সার জার্সি তৈরি করতে। বিশ্ব রেকর্ডও বটে। ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় জার্সিটা বানিয়ে ফেললেন বার্সা সমর্থকরা।

এই ইভেন্টের আগে বার্তেমিউ সরাসরি বার্সেলোনা থেকে এসেছেন। উদ্দেশ্য- বিদেশি খেলোয়াড়দের চুক্তির বিষয়ে আলোচনা করা। পরে নিউইয়র্ক মেয়র বিল ডি ব্লাসিউর সঙ্গে সাক্ষাৎ করেন। তাকে একটি জার্সি উপহার দেয়া হয়।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :জুলাই ২৩, ২০১৭ ৭:৩৮ অপরাহ্ণ