নিজস্ব প্রতিবেদক :
নির্ধারিত সময়ে পরীক্ষা ও রুটিনের দাবিতে আন্দোলনের সময় পুলিশের টিয়ারগ্যাসে ‘চক্ষু নষ্ট হয়ে যাওয়া’ সরকারি তিতুমীর কলেজের ছাত্র মো. সিদ্দিকুর রহমানকে দেখতে গেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
রোববার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন সিদ্দিকুরকে দেখতে যান মন্ত্রী।
শিক্ষামন্ত্রী সিদ্দিকুরের শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন এবং তার খোঁজখবর নেন। এ সময় তিনি সিদ্দিকুরের মা ও ভাইয়ের সঙ্গেও কথা বলেন এবং তাদের সান্ত্বনা দেন।
শিক্ষামন্ত্রী তার চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেন।
এ সময় চিকিৎসকরা জানান, সিদ্দিকুরের চিকিৎসার ব্যাপারে কর্তৃপক্ষ সর্বোচ্চ যত্নবান রয়েছে। আজ দু’বার মেডিকেল বোর্ডে তার চিকিৎসার ব্যাপারে আলোচনা হয়েছে।
দৈনিক দেশজনতা /এন আর
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

