১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২৬

প্রচারে গিয়ে সম্মানিত কিং খান

বিনোদন ডেস্ক:

শাহরুখের মুকুটে জুড়ল নতুন পালক। বাংলার ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসাডরকে এবার রাজস্থানের ট্যুরিস্ট গাইডের পক্ষ থেকে সম্মানিত করা হয়েছে।ভারতের যোধপুরে গিয়ে ছবির প্রচার। আর প্রচারে গিয়ে সম্মানিত কিং খান। ইমতিয়াজ আলি পরিচালিত ‘যব হ্যারি মেট সেজাল’ ছবিতে হরবিন্দর ওরফে হ্যারি চরিত্রে গাইড ভূমিকায় প্রথমবার শাহরুখ।আর গুজরাটের এক উকিলের চরিত্রে আনুশকা শর্মা। দেশটির জিনিউজ পত্রিকার খবরে বলা হয়, ঘুরতে ঘুরতে রাস্তা হারিয়ে ফেলেন আনুশকা। তারপর তার পুরো ভ্রমণে সাহায্য করেন গাইড শাহরুখ।শাহরুখ ভক্তরা তার এই ছবি দেখার জন্য অপেক্ষায় আছেন। একইভাবে উৎসাহিত রাজস্থান। গাইডের চরিত্রে অভিনয়ের জন্য তাই পুরস্কৃত হলেন শাহরুখ। যোধপুর ট্যুরিস্ট গাইড অ্যাসোসিয়েশনের সদস্য করা হল তাকে। এমন সম্মান পেয়ে স্বাভাবিকভাবেই খুশি কিং খানও।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :জুলাই ১৬, ২০১৭ ১০:৪৫ পূর্বাহ্ণ