২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ২:১১

চাকরির শৃঙ্খলা-সংক্রান্ত বিধিমালা গেজেট প্রকাশে শুনানি হয়নি আজ

নিজস্ব প্রতিবেদক:

অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা-সংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশ বিষয়ে রোববার কোনো শুনানি হয়নি। সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এসে ‘আজ নয়, কাল’ বলেই উঠে যান। তার সঙ্গে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের অবশিষ্ট পাঁচ সদস্যও নিজ কামরায় ফিরে যান।এর ফলে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা কোনো রকম শুনানি করার সুযোগ পাননি। তবে আলোচিত মাসদার হোসেন মামলাটি আগামীকাল সোমবার শুনানি হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।এ সময় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমও আদালতে উপস্থিত ছিলেন।অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা-সংক্রান্ত বিধিমালার গেজেট প্রকাশে সরকারকে দেওয়া আপিল বিবাগের সর্বশেষ দুই সপ্তাহ সময় শেষ হয়েছে। তবে এখনো গেজেট প্রকাশ হয়নি।এর আগে গতবছরের ৭ নভেম্বর বিচারকদের চাকরির শৃঙ্খলা-সংক্রান্ত বিধিমালা ২৪ নভেম্বরের মধ্যে গেজেট আকারে প্রণয়ন করতে সরকারকে নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ।কিন্তু সেটি না করায় ১২ ডিসেম্বর আইন মন্ত্রণালয়ের দুই সচিবকে তলব করা হয়। উল্লেখ্য, ১৯৯৯ সালের ২ ডিসেম্বর মাসদার হোসেন মামলায় ১২ দফা নির্দেশনা দিয়ে রায় দেওয়া হয়। ওই রায়ের আলোকে অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা-সংক্রান্ত বিধিমালা প্রণয়নের নির্দেশনা ছিল।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :জুলাই ১৬, ২০১৭ ১০:৪১ পূর্বাহ্ণ