২৩শে নভেম্বর, ২০২৪ ইং | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৩:১৩

জাপানি ইয়েনই এখন বিশ্বের সবচেয়ে নিরাপদ মুদ্রা

দৈনিক দেশজনতা ডেস্ক:

সেফ হ্যাভেন’ নামে পরিচিত মুদ্রাগুলোর মধ্যে জাপানি ইয়েনই এখন বিশ্বের সবচেয়ে নিরাপদ মুদ্রা। গোল্ডম্যান স্যাকস অর্থনীতিবিদদের বিশ্লেষণের বরাত দিয়ে ব্লুমবার্গ জানিয়েছে, নিরাপদ মুদ্রা হিসেবে জাপানি ইয়েনের পরের স্থানে যৌথভাবে রয়েছে সুইস ফ্রাঁ ও মার্কিন ডলার। অন্যদিকে, কয়েকটি উদীয়মান অর্থনীতির মুদ্রাগুলোর মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ (রিস্ক-অন) মুদ্রার তালিকায় আছে মেক্সিকোর পেসো, দক্ষিণ আফ্রিকার র্যা ন্ড ও অস্ট্রেলিয় ডলার।কেভিন ডেলির নেতৃত্বে গোল্ডম্যান স্যাকস অর্থনীতিবিদদের ওই বিশ্লেষণে দেখা গেছে, গত দশকে বৈশ্বিক ঝুঁকিপূর্ণ সম্পদের উত্থান-পতনের সঙ্গে সঙ্গতি রেখে দারুণভাবে নিজেকে সুরক্ষিত রাখতে সক্ষম হয়েছে জাপানি ইয়েন। ২০০৭ থেকে ২০১১ এবং ২০১২ থেকে ২০১৬ এ সময়ের মধ্যে বিশ্বের ২৮টি উন্নত ও উন্নয়নশীল দেশের মুদ্রার মানের দৈনিক ও মাসিক ওঠানামা তুলনা করে এ সিদ্ধান্তে পৌঁছান তারা। অর্থনীতিবিদরা বিশ্লেষণ করে দেখেছেন, বৈশ্বিক শেয়ার, যুক্তরাষ্ট্রে তেলের দাম ও ১০ বছর মেয়াদে মার্কিন ট্রেজারি ইল্ডের সঙ্গে জাপানি ইয়েন সবচেয়ে সামঞ্জস্যপূর্ণভাবে নিজ অবস্থান বজায় রেখেছে।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :জুলাই ১২, ২০১৭ ১:০৩ অপরাহ্ণ