১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:২৭

সাংবাদিক আজমল হক হেলালকে ছয় সপ্তাহের আগাম জামিন

নিজস্ব প্রতিবেদক:

তথ্যপ্রযুতি আইনের ৫৭ ধারায় করা মামলায় সাংবাদিক আজমল হক হেলালকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য মো. রুস্তম আলী ফরাজীকে নিয়ে প্রকাশিত সংবাদ ফেসবুকে শেয়ার দেয়ার অভিযোগে দায়ের করা মামলায় মঙ্গলবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ হেলালের জামিন আবেদন গ্রহণ করে এই আদেশ দেন। আজমল হক হেলাল দৈনিক সকালের খবরের সিনিয়র রিপোর্টার ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সহ-সভাপতি। আদালতে সাংবাদিক হেলালের জামিন আবেদনের শুনানি করেন আইনজীবী শ ম রেজাউল করিম। সঙ্গে ছিলেন আইনজীবী শামীমা ইসলাম মৌ। আইনজীবী শ ম রেজাউল করিম বলেন, সোমবার জামিন আবেদন করেছিলেন সাংবাদিক হেলাল। সে আবেদনের শুনানি নিয়ে আদালত মঙ্গলবার ছয় সপ্তাহের আগাম জামিন দেন। পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য মো. রুস্তম আলী ফরাজীকে নিয়ে প্রকাশিত সংবাদ ফেসবুকে শেয়ার দিয়ে মন্তব্য করায় গত বৃহস্পতিবার রাতে সাংবাদিক হেলালসহ দুইজনের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে ৫৭ ধারায় মামলা দায়ের করেন রুস্তম আলী ফরাজী কলেজের প্রভাষক মো. ফারুক হোসেন।অন্য আসামি হলেন পূর্ব সাপলেজা গ্রামের আফজাল হোসেনের ছেলে নুরুল আমীন রাসেল। মামলায় ফেসবুকে সংসদ সদস্য রুস্তম আলী ফরাজীর বিরুদ্ধে উস্কানিমূলক মিথ্যা তথ্য প্রচার করে মানহানির অভিযোগ আনা হয়েছে।

দৈনিক দেশজনতা / আই র্সি

প্রকাশ :জুলাই ১২, ২০১৭ ১:০৩ অপরাহ্ণ