১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১৮

অমর্ত্যকে নিয়ে তৈরি সুমনের তথ্যচিত্র ছাড়পত্র পায়নি

বিনোদন ডেস্ক:

গরু, গুজরাত, হিন্দু ও হিন্দুত্ব— এ চারটি শব্দ অমর্ত্য সেনের মুখে থাকার জন্য সুমন ঘোষের তথ্যচিত্র ‘দি আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান’কে ছাড়পত্র দেয়নি ভারতীয় সেন্সর বোর্ড। পরিচালককে নির্দেশ দেওয়া হয়েছিল, যেসব জায়গায় এ শব্দগুলো অমর্ত্যের মুখে রয়েছে, সেই জায়গাগুলো ‘মিউট’ (শব্দ বাদ দিতে হবে) করে দিতে হবে। পরিচালক তা করতে অস্বীকার করায় ছবিটিকে ছাড়পত্র দেওয়া হয়নি। শুক্রবার নন্দনসহ বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল নোবেলজয়ী অর্থনীতিবিদকে নিয়ে সুমনের এক ঘণ্টার এ তথ্যচিত্র।২০০৬ সালে ছবিটির জন্য প্রথম শুট করেছিলেন সুমন। তখনকার একটি দৃশ্যে দেখা যাচ্ছে, আমেরিকার কর্নেল বিশ্ববিদ্যালয়ে দর্শনের ক্লাস নিচ্ছেন অমর্ত্য।ভারতের আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, ভারত সম্পর্কে আলোচনার সময়ে অমর্ত্য তখন ‘ক্রিমিন্যালিটি ইন গুজরাত’ এ বাক্যাংশটি ব্যবহার করেছিলেন। এতে আপত্তি সেন্সর বোর্ডের। তাদের দাবি, ‘গুজরাত’ শব্দটি মিউট করে দিতে হবে। তেমনই, হাল আমলে শুট করা একটি দৃশ্যে অমর্ত্য বলছেন, ‘গরু নিয়ে যা চলছে!’ এখানে ‘গরু’ শব্দটি উচ্চারণের সময়ে মিউট করার নির্দেশ দিয়েছিল সেন্সর বোর্ড। একই ভাবে, অমর্ত্য ‘হিন্দু’ ও ‘হিন্দুত্ব’ শব্দগুলো বলাতেও আপত্তি তুলেছেন সেন্সর কর্তারা। তাদের দাবি, এ ধরনের উক্তি ‘দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করবে।

পরিচালক জানিয়েছেন, দেশে মুক্তি না পেলেও অদূর ভবিষ্যতে অনলাইনে ছবিটি পোস্ট করে দেবেন তিনি।

দৈনিকদেশজনতা/এন এইচ

প্রকাশ :জুলাই ১২, ২০১৭ ১০:৩৮ পূর্বাহ্ণ