১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:৩৭

গুরুতর আহত হয়েছেন অর্থহীন ব্যান্ডের সুমন

বিনোদন ডেস্ক:

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন অর্থহীন ব্যান্ডের সুমন।গত ১৭ জুন ব্যাংককের সকুমভিতে রাস্তা পার হতে গেলে পেছন থেকে একটি মাইক্রোবাস তাকে সজোরে আঘাত করে।ওই দুর্ঘটনায় তার চোয়াল ভেঙে যায় ও কানের কিছু অংশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। এরইমধ্যে তার শরীরে ১১টি অস্ত্রোপচার করা হয়েছে।অর্থহীন ব্যান্ডের ম্যানেজার রাজু আহমেদ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সুমন নিজের দায়িত্বে শরীরে ১১টি অস্ত্রোপচার করান। পরিবারের সদস্যরা দুশ্চিন্তায় ভুগবেন বলে দুর্ঘটনার খবর সুমন গোপন রেখেছিলেন।রাজু জানিয়েছেন, বর্তমানে সুমনের শারীরিক অবস্থা কিছুটা ভালো, পুরোপুরি বিশ্রামে আছেন। তবে সুস্থ হয়ে ফিরতে অন্তত দুই মাস সময় লাগবে।

 

প্রকাশ :জুলাই ১২, ২০১৭ ১০:৩১ পূর্বাহ্ণ