নিজস্ব প্রতিবেদক:
বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব আষাঢ়ী পূর্ণিমা আজ শনিবার। বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এ পূর্ণিমা অত্যন্ত পবিত্র। কেননা এই দিনে বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ মাতৃগর্ভে প্রতিসন্ধি গ্রহণ করেন। একই দিনে তিনি ২৯ বছর বয়সে গৃহত্যাগ করেন এবং ভারতের সারানাথে পাঁচজন শিষ্যের কাছে প্রথম ধর্ম প্রচার করেন, যাকে ধর্মচক্র প্রবর্তন সূত্র বলা হয়।
এ উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায় আজ ধর্মীয় অনুষ্ঠানমালার আয়োজন করেছে। বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের উদ্যোগে রাজধানীর সুবজবাগের ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে দিনব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছে।
কর্মসূচিতে আছে, প্রভাতফেরি, ভিক্ষু সংঘের প্রাতরাশ, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, বুদ্ধপূজা এবং দেশের সমৃদ্ধি ও বিশ্বশান্তি কামনায় সমবেত উপাসনা, ভিক্ষু সংঘের পিণ্ডদান, অতিথি আপ্যায়ন, শীল গ্রহণ এবং প্রদীপ পূজা।
দৈনিক দেশজনতা /এমএইচ