১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৬:১২

ফরহাদ মজহারকে অপহরণের প্রমাণ মেলেনি : আইজিপি

নিজস্ব প্রতিবেদক:

কবি ও প্রাবন্ধিক ফরহাদ মজহারকে অপহরণ করার বিষয়ে এখনো এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। শনিবার সকালে রাজধানীর কাকরাইলে আইডিইবি মিলনায়তনে এক সেমিনারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। অাইজিপি বলেন, এখন পর্যন্ত তদন্তে আমরা যে সমস্ত তথ্য-উপাত্ত পেয়েছি, সে তথ্য-উপাত্তের আলোকে আমাদের ধারণা হয়েছে, এটা কোনো অপহরণের ঘটনা না। এটা চূড়ান্ত সিদ্ধান্তে আসতে হলে আরো কিছু সাক্ষী-প্রমাণের প্রয়োজন অাছে। তাই সেই সময়টুকু তদন্ত কর্মকর্তাদের দিতে হবে। তবে অাগামী দুই-তিনদিনের মধ্যে আমরা চূড়ান্তভাবে বলতে পারব অাসল ঘটনা কি ছিল।

ডেইলি অবজারভারের ফটো সাংবাদিক আশিককে ইয়াবা দিয়ে মিথ্যা মামলা করে জেলে প্রেরণ প্রসঙ্গে অাইজিপি বলেন, এই ব্যাপারে যদি কোনো পুলিশ জড়িত থাকে অবশ্যই সেই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, এই বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্তের পর অামরা বিস্তারিত প্রকাশ করতে পারব।

সেমিনারে অাইজিপি বলেন, মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান অত্যন্ত কঠিন ও কঠোর। মাদক ব্যবসার সঙ্গে পুলিশের কোনো সদস্য জড়িত থাকার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ আছে। যমুনা ব্যাংক ফাউন্ডেশনের আয়োজনে সেমিনারটি অনুষ্ঠিত হয়। এতে অন্যদের মধ্যে ব্যাংকটির জ্যেষ্ঠ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ৮, ২০১৭ ৩:২৩ অপরাহ্ণ