১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ১:২৯

সিঙ্গাপুরের ব্যবসায়ী প্রতিনিধিদল ঢাকায় আসছে

নিজস্ব প্রতিবেদক: 

বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক ও সহযোগিতা জোরদারের লক্ষ্যে সপ্তাহব্যাপী ঢাকা সফরে আসছে সিঙ্গাপুরের ৩৮ ব্যবসায়ীর একটি প্রতিনিধিদল। শনিবার রাতে সিঙ্গাপুর বিজনেস ফেডারেশনের ভাইস চেয়ারম্যান আর টেভেনড্রানের নেতৃত্বে তাদের বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) সূত্র জানায়, সফরকালে দুই দেশের মধ্যে ব্যবসা ও বিনিয়োগ সহযোগিতা-সংক্রান্ত একটি সমঝোতা স্মারক সই হবে। আগামী সোমবার দুপুর ২টায় রাজধানীর সোনারগাঁও হোটেলে এই সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। তবে তার আগে ওইদিন সকালে সফরকারী প্রতিনিধিদলের সামনে ‘ইনভেস্টিং অ্যান্ড ডুয়িং বিজনেস ইন বাংলাদেশ’ শীর্ষক উপস্থাপনা করবেন বিডার নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলাম। ঢাকা সফরকালে সিঙ্গাপুরের ব্যবসায়ীরা বিডা ছাড়াও বিনিয়োগ সম্পর্কিত সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, দফতর ও সংস্থা এবং বাংলাদেশি বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। সাতদিনের সফর শেষে আগামী ১৪ জুলাই রাতে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে সিঙ্গাপুরের ব্যবসায়ী প্রতিনিধিদলের।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুলাই ৮, ২০১৭ ১১:৫৪ পূর্বাহ্ণ