আন্তর্জাতিক ডেস্ক:
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের পুঞ্চ সীমান্তে পাকিস্তান সেনাবাহিনীর গুলিতে ভারতীয় এক দম্পতি নিহত হয়েছে। গুলিতে আহত হয়েছে আরো অন্তত দুই শিশু। শনিবার পুঞ্চ সীমান্তের লাইন অব কন্ট্রোলের কাছে ওই গুলির ঘটনা ঘটেছে। ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর এক কর্মকর্তা বলেন, পুঞ্চ সীমান্তের গুলপুর এলাকায় লাইন অব কন্ট্রোলের কাছে নির্বিচারে গুলি ও গোলাবারুদ নিক্ষেপ করেছে পাকিস্তান সেনাবাহিনী। ওই কর্মকর্তা আইএএনএস’কে বলেছেন, গুলপুরে এখনো গোলাগুলি চলছে। আমাদের সেনারা যথাযথ প্রতিশোধ নিচ্ছে। এদিকে কাশ্মিরের বান্দিপুর সীমান্তে পাক সেনাবাহিনীর গুলিতে শনিবার সকালের দিকে আরো তিন ভারতীয় সেনা আহত হয়েছেন বলে এনডিটিভি জানিয়েছে।
দৈনিক দেশজনতা/এন এইচ