১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৮:১৬

২৫ হাজার পিস ইয়াবাসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক: 

মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় ২৫ হাজার পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।শুক্রবার সকালের দিকে শ্রীনগরের বীরতারার চান্দারটেক এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মো. রুবেল (২৫) ও মো. হৃদয় (১৯)। রুবেল গোপালগঞ্জ জেলার মো. আকরামুজ্জামানের ছেলে। সে কেরানীগঞ্জ জেলার দক্ষিণ থানা এলাকায় দীর্ঘদিন বসবাস করছে। মো. হৃদয় সিরাজদীখান উপজেলার ইছাপুরা এলাকার মো. দুলালের ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর সার্কেল) সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শ্রীনগরের চান্দারটেক এলাকায় অভিযান চালানো হয়। এ সময় দুই মোটরসাইকেল আরোহী রুবেল ও হৃদয় পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাদের মোটরসাইকেলের ধাক্কায় আমিনুল ইসলাম নামে এক পথচারী গুরুতর আহত হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

পরে পুলিশ তাদেরকে ধাওয়া করে ২৫ হাজার পিস ইয়াবা জব্দসহ তাদের আটক করে। তাদের বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদক আইনে মামলা হয়েছে এবং মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে আছে।

দৈনিক দেশজনতা/এন আর

 


 

প্রকাশ :জুলাই ৭, ২০১৭ ৭:৩৭ অপরাহ্ণ