১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:০২

সাইফউদ্দিনের সেঞ্চুরিতে এইচপির তৃতীয় জয়

ক্রীড়া প্রতিবেদক :

আগের ম্যাচে বল হাতে নিয়েছিলেন ৪ উইকেট। মোহাম্মদ সাইফউদ্দিন এবার ব্যাট হাতে করলেন সেঞ্চুরি। তাতে অস্ট্রেলিয়া সফরে টানা তৃতীয় জয় পেল বিসিবি হাই পারফরম্যান্স (এইচপি) দল।

ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে শুক্রবার তৃতীয় একদিনের ম্যাচে নর্দান টেরিটোরি (এনটি) আমন্ত্রিত একাদশকে ৪২ রানে হারিয়েছে লিটন কুমার দাসের দল।

এদিন টস জিতে ব্যাট করতে নেমে সাইফউদ্দিনের সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৬৭ রান তোলে এইচপি দল।

১০৪ রানের দারুণ এক ইনিংস খেলেন সাইফউদ্দিন। এ ছাড়া ওপেনার এনামুল হক বিজয় করেন ৩৬ রান। প্রথম ম্যাচে ফিফটি করা তানভীর হায়দারের ব্যাট থেকেও আসে ৩৬ রান।

২৬৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২২৫ রানেই গুটিয়ে যায় নর্দান টেরিটোরি। অ্যালেক গ্রেগরি একাই করেন ১৪৪ রান। বাকিরা তাকে সঙ্গ দিতে না পারায় টানা তৃতীয় হারের মালা গলায় পরে স্বাগতিক দল।

টানা তিন জয়ে পাঁচ ম্যাচের এই সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে গেল বিসিবি এইচপি দল। সিরিজের চতুর্থ একদিনের ম্যাচ হবে রোববার।

দৈনিক দেশজনতা/এন আর

প্রকাশ :জুলাই ৭, ২০১৭ ৭:২৮ অপরাহ্ণ