২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ১১:১৭

আইনজীবী পেশায় মিমি

বিনোদন ডেস্ক:

কাব্যিয়া সিনহা নামটির সঙ্গে এখনও হয়তো সবার পরিচয় হয়ে ওঠেনি। কাব্যিয়া সিনহা আর কেউ নয়, ধর্ষণ-হত্যা মামলায় অভিযুক্ত আসামির আইনজীবী। আসামির নাম ধনঞ্জয়। প্রায় ১৩ বছর পরে উঠে আসা এ নামটা এখনও যেন টাটকা সবার মনে৷ যার ফাঁসি নিয়ে তৈরি হয়েছিল চরম বিতর্ক। সেই ধনঞ্জয়ের আইনজীবী হিসেবেই দেখা যাবে টালিউড কুইন মিমিকে।এই প্রথম অন্য ধরনের একটি চরিত্রে দেখা যাবে মিমিকে। বরাবর তাকে বাণিজ্যিক ছবিতে বেশি দেখা গেছে। তবে ‘পোস্ত’ ছবিতে তার অভিনয় অন্যভাবে দাগ কেটে গেছে সিনেমাপ্রেমীদের মনে৷ এবার বাস্তব কাহিনি নিয়েই তৈরি হতে চলেছে অরিন্দম শীল পরিচালিত ছবি ‘ধনঞ্জয়’। আর সেই ছবিতে নতুন লুকে পাওয়া যাবে মিমিকে।হেতাল পারেখকে ধর্ষণ ও হত্যার জন্য ১৯৯০ সালের ১ জুলাই ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা হয়। ধনঞ্জয় একজন নিরাপত্তা রক্ষী ছিল। মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ১৫ আগাস্ট। ২০০৪ সালের প্রথম দিকে, ১৪ বছরের কারাদণ্ড এবং অবশেষে ফাঁসির নির্দেশ দেয় দেশের সর্বোচ্চ আদালত।এ গল্পের ওপর ভিত্তি করে অরিন্দম শীলের পরবর্তী ছবি তৈরি হচ্ছে। একেবারে গোয়েন্দা ছবির বাইরে গিয়ে অন্য রকম ভাবনাকে সিনেমার পর্দায় ফুটিয়ে তুলবেন অরিন্দম শীল।ধনঞ্জয়ের চরিত্রে দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্যকে। এ ছবিতে তার চরিত্রের নাম মৃত্যুঞ্জয়। এ ছবিতে রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায় যাকে দর্শকেরা দেখতে পাবেন মৃত্যুঞ্জয়ের বাবার ভূমিকায়। হেতাল পারেখের চরিত্রে দেখা যাবে অনসুয়াকে। কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালনার পাশাপাশি অভিনয়েও দক্ষ, তাই অরিন্দম শীলের অনুরোধে তিনি এই ছবিতে পুলিশকর্মী হিসেবে অভিনয় করছেন বলে জানা গেছে।মৃত্যুঞ্জয় অর্থাৎ অনির্বাণ ভট্টাচার্যের স্ত্রীর ভূমিকায় রয়েছেন আর্যা বন্দ্যোপাধ্যায়। ছবিটিতে সুপ্রিম কোর্টের আইনজীবীর চরিত্রে দেখা যাবে হর্ষ ছায়াকে। এ ছাড়াও ছবিতে রয়েছেন সুদীপ্তা।ভারতের কলকাতা২৪ পত্রিকার খবরে বলা হয়, ছবির সুরকার বিক্রম ঘোষ। দিল্লি, মুম্বাই, বাঁকুড়াসহ কলকাতার বিভিন্ন জায়গায় চলবে ছবির শুটিং। সব ঠিক থাকলে ১১ আগস্ট মুক্তি পাবে ছবিটি।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুলাই ৭, ২০১৭ ১১:৪৬ পূর্বাহ্ণ