২২শে নভেম্বর, ২০২৪ ইং | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৪:০৮

ফিফা র‌্যাঙ্কিংয়ে উন্নতি বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক:

গত ছয় মাসে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি বাংলাদেশ। এরপরও অন্যদের ব্যর্থতার কারণে ফিফা র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ উন্নতি হয়ে বাংলাদেশ এখন বিশ্বের ১৯০তম দল।

এশিয়ার ভেতরে ইরানই সবার চেয়ে এগিয়ে। সাত ধাপ এগিয়ে তাদের অবস্থান তেইশে। যে ভারত এক সময় বাংলাদেশের কাছাকাছি থাকতো তারা এখন ৯৬ নম্বরে অবস্থান করছে!

দুই বছর বাদে শীর্ষে ফিরেছে কনফেডারেশন্স কাপের নতুন চ্যাম্পিয়ন জার্মানি। শীর্ষে উঠতে দলটি পেছনে ফেলেছে ব্রাজিল এবং আর্জেন্টিনাকে। এপ্রিল থেকে এই অবস্থানটি দখল করেছিল ব্রাজিল।

ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল কনফেডারেশন্স কাপে তৃতীয় স্থানে থেকে শেষ করায় চার ধাপ এগিয়ে চতুর্থ নম্বরে অবস্থান করছে। টুর্নামেন্টের ফাইনাল খেললেও চিলি রাশিয়ায় মাত্র একটি ম্যাচে জয় পায়! তিন ধাপ পিছিয়ে তাদের অবস্থান সাতে।

পাঁচ নম্বরে উঠতে সুইজারল্যান্ড চার ধাপ এগিয়ে পঞ্চম স্থানে আছে। পোল্যান্ড তাদের ইতিহাসের সর্বোচ্চ অবস্থানে এসেছে। দলটি আছে ষষ্ট স্থানে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুলাই ৭, ২০১৭ ১১:৩৬ পূর্বাহ্ণ