১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | সকাল ৯:২৬

জেনে নিন জামা-কাপড় থেকে সোঁদা গন্ধ দূর করার কিছু সহজ টিপ্‌স

লাইফ স্টাইল ডেস্ক:

বর্ষাকালে রাস্তায় বের হলে বৃষ্টিতে ভিজে নাজেহাল হয়ে যেমন সমস্যায় পড়তে হয়, তেমনই সমস্যায় পড়তে হয় সেই সব বৃষ্টি ভেজা জামা-কাপড় থেকে সোঁদা গন্ধ দূর করতে। ফলে অনেক ভালো জামা-কাপড় বর্ষাকালে নষ্ট হয়ে যায়। জেনে নিন জামা-কাপড় থেকে সোঁদা গন্ধ দূর করার কিছু সহজ টিপ্‌স।

জামাকাপড় ফেলে রাখবেন না

বর্ষাকালে হয়তো রোদ উঠেছে দেখে জামা-কাপড় ধুয়ে দিলেন। মেলে দিতে যাবেন ঝমঝম করে বৃষ্টি নামল। ফলে ওয়াশিং মেশিনে পড়ে রইল ভেজা জামা-কাপড়। আবার অনেক সময় হয়তো ময়লা জামা-কাপড় অনেক দিনে লন্ড্রি ব্যাগেই ফেলে রাখতে হলো। টানা বৃষ্টি থাকায় ধোয়ার সুযোগই পেলেন না। বর্ষাকালে আর্দ্রতা বেশি থাকায় জামা-কাপড় ফেলে রাখলে সোঁদা গন্ধ হয়ে যায়। বিশেষ করে যদি বৃষ্টিতে ভিজে থাকেন তা হলে অবশ্যই ফেলে না রেখে যত তাড়াতাড়ি সম্ভব ধুয়ে ফেলুন।

ভারতের আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, যদি একান্তই ধোয়া সম্ভব না হয় তা হলে লন্ড্রি ব্যাগে দলা পাকিয়ে না রেখে কোথাও ঝুলিয়ে রাখুন। বাতাসে থাকলে কাপড় গন্ধ হবে না।

লন্ড্রি ডিটারজেন্ট

সুন্দর গন্ধযুক্ত লন্ড্রি ডিটারজেন্ট ব্যবহার করুন। বাজারে অনেক সুগন্ধি ডিটারজেন্ট বা আফটার ওয়াশ পাওয়া যায়। এগুলো সোঁদা গন্ধ দূর করতে সাহায্য করে।

ভিনিগার বা বেকিং সোডা

যদি সুগন্ধি কোনো ডিটারজেন্ট বা আফটার ওয়াশ না থাকে তা হলে পানিতে ভিনিগার বা বেকিং সোডা মিশিয়ে নিন। যেকোনো দুর্গন্ধ দূর করতে সাহায্য করতে এগুলো কার্যকর।

লাইন ড্রাই

বৃষ্টির কারণে খোলা আকাশের নিচে জামা-কাপড় শুকাতে চান না। ঘরের ভিতরে কোনো রকমে শুকিয়ে নিতে হয়। খেয়াল রাখুন কখনও রোদ উঠছে কিনা। রোদের মুখ দেখা গেলেই সুযোগ ছাড়বেন না। বাইরে রশিতে (লাইন) দিয়ে কাপড় মেলে রোদে শুকিয়ে নিন। রোদ এবং বাতাসের কারণে কাপড়ের সোঁদা গন্ধ চলে যাবে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুলাই ৫, ২০১৭ ১:৩১ অপরাহ্ণ