১৯শে জানুয়ারি, ২০২৫ ইং | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ১২:৩২

টাঙ্গাইলে পাসপোর্ট অফিসের ১৪ দালাল আটক

নিজস্ব প্রতিবেদক:

টাঙ্গাইলে পাসপোর্ট অফিসের দালাল চক্রের ১৪ জনকে আটক করেছে র‌্যাব- ১২। বুবধার সকালে পাসপোর্ট অফিস থেকে তাদের আটক করা হয়। তাৎক্ষণিকভাবে আটকদের নাম-পরিচয় জানা যায়নি।

র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার বীণা রানী দাস বলেন, যারা পাসপোর্ট করতে আসেন তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করে আসছিল দাললরা। টাঙ্গাইল পাসপোর্ট অফিসের দালালের বিষয়টি সম্প্রতি জেলার আইনশৃঙ্খলা বাহিনীর মিটিংয়ে আলোচনা করা হয়। পরে আমরা দীর্ঘদিন গোপনে পাসপোর্ট অফিসে নজরদারি করি। এর পরিপ্রেক্ষিতে বুধবার ১৪ দালালকে আটক করা হয়।
তিনি বলেন, আটকরা দীর্ঘদিন ধরে পাসপোর্ট অফিসে দালালি করে আসছিলেন। এরা কিছুদিন আগেও পাসপোর্ট অফিসে হামলা চালায়। এ ব্যাপারে মামলা দায়েরর প্রস্তুতি চলছে বলে র‌্যাবের এ কর্মকর্তা জানান।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ৫, ২০১৭ ১:৩৭ অপরাহ্ণ