২৪শে নভেম্বর, ২০২৪ ইং | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | রাত ৩:৫৯

মুসলমানদের জন্য ম্যানচেস্টারে জীবনযাপন কঠিন :পল পগবা

স্পোর্টস ডেস্ক:

পল পগবা, বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার। ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফরাসি মিড-ফিল্ডার ফুটবলের জন্যই বেশিরভাগ সময় কাটান যুক্তরাষ্ট্রে, বিশেষ করে ম্যানচেস্টারে। সম্প্রতি সন্ত্রাসী হামলায় কেঁপে ওঠে ইংল্যান্ডের ম্যানচেস্টার শহর। ভয়াবহ আত্মঘাতী সন্ত্রাসী হামলায় ২২ জন নিহত হন। এমন আত্মঘাতী হামলার পর মুসলমানদের জন্য ম্যানচেস্টারে জীবনযাপন কঠিন হয়ে পড়েছে বলে মনে করেন ম্যানইউ’র তারকা ফুটবলার পল পগবা। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এটি খুবই কঠিন সময়। কিন্তু, তাই বলে আপনি হাল ছেড়ে দিতে পারেন না। আমরা তাদের (সন্ত্রাসীদের) কাছে মাথা করতে পারি না। তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে।’ পল পগবা জোর গলায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বলেন, ‘ধর্মের নামে আপনি কখনোই মানুষ হত্যা করতে পারেন না। একজন মানুষকে মেরে ফেলা… এটা পুরোটাই পাগলামি। এটা কখনোই কোনো ধর্ম হতে পারে না। ইসলামতো নয়-ই।’ চলতি বছরের মের মাঝামাঝি বাবাকে হারিয়েছেন এই ফরাসি তারকা। বাবার স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘অসুস্থতা সত্ত্বেও বাবা বেশ শক্তসামর্থ ছিলেন। তিনি রোগের সঙ্গে যুদ্ধ করছিলেন। কিন্তু যখন মানুষের বয়স হয়ে যায়, তখন তার জন্য কাজটি কঠিন হয়ে পড়ে। আমি আমার বাবার কাছ থেকে অনেক শিখেছি এবং তার ছেলে হিসেবে গর্ববোধ করি।’ তিনি আরো বলেন, ‘এখন তিনি (বাবা) আর আমাদের মাঝে নেই। তার এই চলে যাওয়া আমাকে বেদনার্ত করে। কিন্তু আমি আমার জীবন উপভোগ করতে চাই। কারণ আমাকেও একদিন দ্রুতই চলে যেতে হবে।’

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুলাই ২, ২০১৭ ১:৩২ অপরাহ্ণ