১৫ই জানুয়ারি, ২০২৬ ইং | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ১০:৫৫

খালেদা জিয়ার পুনঃতদন্তের আবেদন আপিল বিভাগে খারিজ

নিজস্ব প্রতিবেদক:

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার পুনঃতদন্ত চেয়ে করা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিমকোটের আপিল বিভাগ।

রোববার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন  ৪ সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন। এর আগে হাইকোর্ট বেগম খালেদা জিয়ার আবেদন খারিজ করে দিয়েছিল।হাইকোর্টের ওই খারিজ আবেদনের বিরুদ্ধে লিভ টু আপিল করেন বেগম খালেদা জিয়া। আবেদনের পক্ষে আইনজীবী খুরশিদ আলম শুনানি করেন।

দুদকের কুশলী বলেন, পর্যবেক্ষণসহকারে আপিল বিভাগ পুনঃতদন্তের আবেদন খারিজ করে দিয়েছে।তবে পর্যবেক্ষণে কি বলা হয়েছে তা আদেশের কপি পেলে জানা জাবে।

দৈনিক দেশজনতা /এমএইচ

প্রকাশ :জুলাই ২, ২০১৭ ১:৩১ অপরাহ্ণ