নিজস্ব প্রতিবেদক:
যশোরের মণিরামপুরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে পরিমল পাল (৪৯) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ১০টার দিকে তাকে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা। পরে গভীর রাতে তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহতের পরিবার ও প্রতক্ষদর্শীরা জানান, শনিবার রাতে মণিরামপুর বাজারের ধর্ণাঢ্য ব্যবসায়ী রতন কুমার পাল এবং তার দুই ভাই কার্তিক পাল ও পরিমল পাল দোকান বন্ধ করে মাইক্রোবাসে করে থানা সংলগ্ন দোলখোলা পূজামণ্ডপের পাশের বাড়িতে আসছিলেন। এ সময় গাড়ি থেকে নেমে বাড়ি প্রবেশকালে দুজন ছিনতাইকারী পরিমল পালের বুকের বামপাশে ছুরিকাঘাত করে হাতে থাকা টাকা ও হিসাবের খাতার ব্যাগ ছিনিয়ে নেয়। এ সময় তারা একটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। ছুরিকাহত পরিমলকে উদ্ধার করে প্রথমে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। গভীর রাতে তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক মনিরুজ্জামান লর্ড বলেন, পরিমল কুণ্ডুর বুকের বাম পাশে ছুরিকাঘাতে অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই মৃত্যু হয়। মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকাররম হোসেন বলেন, দুই যুবক এই ছিনতাই করে। তবে ছিনতাই হওয়া ব্যাগে কতো টাকা ছিল সেটা নিশ্চিত জানা যায়নি। এ ঘটনার সঙ্গে জড়িতদের আটকে পুলিশি অভিযান শুরু হয়েছে।
দৈনিক দেশজনতা /এমএইচ
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

