কেউ কি আমায় ফিরিয়ে দেবে সেই
হতচ্ছাড়া একলা কিশোরবেলা
কেউ দেখে না, কেউ রাখে না খোঁজ
মনের ভেতর মন খারাপের মেলা।
হু হু করে বাতাস বয়ে গেলে
খামখেয়ালি বিষণ্ন সন্ধ্যায়
কী যেন নেই, কী যেন নেই আর
একলা আমি কীসের অপেক্ষায়!
মেঘলা দিনে চম্পা ফুলের বনে
আচমকা যেই বৃষ্টিরা যায় ঝরে
আমার তখন কান্না কান্না লাগে
কী জানি ছাই, কাকে মনে পড়ে!
পাগলি মেয়ে আর কেঁদো না তুমি
ভেতর থেকে কেউ আমাকে বলে
যখন তুমি অনেক বড় হবে
বাঁচবে তখন তুমুল কোলাহলে।
ইচ্ছে করে ফিরিয়ে নিয়ে যাই
এই আমিকে সেই আমিটার কাছে
সেই আমিটা আজও বুঝি একা
এই আমিটার অপেক্ষাতে বাঁচে!