১৮ই জানুয়ারি, ২০২৫ ইং | ৪ঠা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | দুপুর ২:৫১

ডিএসএলআর ক্যামেরায় ‘সেলফি মোড’

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক :

স্মার্টফোনেই এখন মেলে হাই-কনফিগারেশনের ক্যামেরা। ফলে দিনদিন ডিএসএলআর ক্যামেরার চাহিদা কমছে। এখন শুধু প্রফেশনালরাই ডিএসএলআর ক্যামেরা ব্যবহার করছেন। কেননা, পৃথিবীর বিখ্যাত ক্যামেরা উৎপাদনকারী প্রতিষ্ঠানের লেন্স ও ক্যামেরা সেন্সর এখন ফোনেই ব্যবহার করা হচ্ছে। ফলে ভালোমানের ছবির জন্য আর ডিএসএলআর ক্যামেরা ব্যবহার করতে হচ্ছে না। অন্যদিকে ফোনে এখন সেলফি তোলার প্রবণতা বেড়েছে চলেই। তাই ডিএসএলআর ক্যামেরা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো বড় ক্যামেরাগুলোও সেলফি মোড নিয়ে কাজ করছে। এমনই একটি ক্যামেরা এনেছে ক্যানন।

ক্যাননের নতুন ক্যামেরায় সেলফি তোলার জন্য বিশেষ মোড রয়েছে। ক্যামেরাটির মডেল  ইওএস ২০০ ডি।

এন্ট্রি লেভেলের ক্যামেরা। এটি দিয়ে ডিএসএলআর ক্যামেরায় ফটোগ্রাফিতে হাতেখড়ি দেয়া যাবে। পাশাপাশি এটি দিয়ে সেলফিও তোলা যাবে।

ক্যামেরাটির শুধু বডির মূল্য ৫৪৯ ডলার। ক্যামেরাটিতে ভেরি-অ্যাঙ্গেল স্ক্রিন ব্যবহার করা হয়েছে। এতে ২৪.২ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর রয়েছে। এতে ফুল এইচডি ভিডিও পাওয়া যাবে।

ক্যামেরাটিতে সেলফি মোড দিয়ে সেলফি তোলার পাশাপাশি ব্যাকগ্রাউন্ড ব্লার করার অপশন রয়েছে।

ক্যামেরাটিতে ব্লুটুথ, ওয়াইফাই এবং এনএফসি কানেকটিভিটি রয়েছে। ক্যামেরা থেকে ছবি ও ভিডিও ফোনে স্থানান্তর করার সুযোগ আছে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুলাই ১, ২০১৭ ১:৩০ অপরাহ্ণ